নারায়ণগঞ্জের সেই শিক্ষক ঢামেক হাসপাতালে

নারায়ণগঞ্জের লাঞ্ছিত শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামে) হাসপাতালে আনা হয়েছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে ঢাকা মেডিকেলের ৬০১ নম্বর ওয়ার্ডের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ড. সোহেল রানা জানান, তার মাথা ঘুরছে এবং তার বুকে ব্যথা করছে।

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ১৩ মে নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করে জনতা। স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান সবার সামনে ওই শিক্ষককে কান ধরে উঠবসও করান। পরে শ্যামল কান্তিকে বরখাস্ত করে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি।

এদিকে বৃহস্পতিবার (১৯ মে) শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাময়িক বরখাস্ত প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে স্বপদে বহাল রাখার সিদ্ধান্ত জানান। সেই সঙ্গে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে মারধর ও কান ধরে উঠবস করানো এবং বরখাস্তের ঘটনায় ওই স্কুল পরিচালনা কমিটিকে বাতিলের ঘোষণা দেন শিক্ষামন্ত্রী।



মন্তব্য চালু নেই