নাটোরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪

নাটোরের আহাম্মেদপুর কারবালা মোড় এলাকায় আলুবোঝাই ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে হয়েছে।

এ ঘটনায় ৪ জন নিহত এবং ১১জন আহত হয়েছে।

বুধবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনার ঘটনা। এ সময় আহত চার জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বর্তমানে তাদের লাশ রামেক মর্গে রাখা হয়েছে।

রামেক হাসপাতাল সুত্র গেছে, নাটোরের আলুবোঝাই ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত ৬ জনকে রামেক হাসপাতালে পাঠানো হয়। বিকেল ৩টা ২০ মিনিটে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়।

রোগীদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ৮ নম্বর ওয়ার্ডে পাঠিয়ে দেয়া হয়। ভর্তির পরপরই ৮ নম্বর ওয়ার্ডের চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক অবস্থায় আহতদের নাম ও পরিচয় পাওয়া যায় নি।



মন্তব্য চালু নেই