নর্থ সাউথের প্রো-ভিসিসহ ৪ জন রিমান্ডে

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রো-ভিসি গিয়াসউদ্দিন আহসানসহ চারজনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার বিকেল ৩টায় ঢাকা মহানগর হাকিম খসরুজ্জামানের আদালতে রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন আদালত।

এর আগে রোববার গিয়াসউদ্দিন আহসানসহ চারজনের ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

রোববার দুপুরে আটককৃতদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেন কাউন্টার টেররিজমের পুলিশ পরিদর্শক (ওসি) হুমায়ন কবির।

আটককৃতরা হলেন- ভারপ্রাপ্ত প্রো-ভিসি গিয়াসউদ্দিন আহসান, তার ভাগ্নে আলম চৌধুরী, গিয়াসউদ্দিনের বাড়ির কেয়ারটেকার মাহবুবুর রহমান তুহিন ও শেওড়াপাড়া থেকে গ্রেপ্তারকৃত নুরুল ইসলাম।

শনিবার বিকেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রো-ভিসি গিয়াসউদ্দিন আহসান, তার ভাগ্নে আলম চৌধুরী ও ভবনের ম্যানেজার মো. মাহবুবুর রহমান তুহিনকে গ্রেপ্তার করে পুলিশ। গুলশানের রেস্তোরাঁয় জঙ্গি হামলায় জড়িত জঙ্গিদের বাড়ি ভাড়া দেওয়ার আগে নাম-ঠিকানাসহ তথ্য না রাখায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, নুরুল ইসলামকে শনিবার রাতে শেওড়াপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।



মন্তব্য চালু নেই