নব্য জেএমবির দুই দম্পতির বিরুদ্ধে চার্জশিট

সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় নব্য জেএমবির সদস্য দুই দম্পতির বিরুদ্ধে চার্জশিট দিয়েছে র‌্যাব। মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতের শেরেবাংলা নগর থানার সংশ্লিষ্ট জিআর শাখায় এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাব-২ এর এএসপি ওহিদ উল্লাহ।

নব্য জেএমবির চার সদস্য হলেন মারজিয়া আক্তার, মো. শরিফুল ইসলাম, মো. আমিনুল ইসলামকে ও নাহিদ সুলতানা।
২০১৬ সালের ৭ সেপ্টেম্বর ফার্মগেট এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-২।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে জিহাদি বই, লিফলেট, সিডি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-২ এর নায়েক সুবেদার শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন।



মন্তব্য চালু নেই