নজিপুর পৌরসভার উদ্যোগে ৩হাজার জনকে ভিজিএফ এর চাল বিতরণ

মোসা: শিউলি খাতুন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর পৌরসভার উদ্যোগে ৯টি ওয়ার্ডের মোট ৩হাজার জনকে ২০কেজি পরিমাণ করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় নজিপুর নতুনহাট এমসিডি ভবনে উক্ত চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ মো: ইসাহাক হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন নজিপুর পৌরসভার মেয়র মো: রেজাউল কবির চৌধুরী, উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু নির্মল কুমার ঘোষ, ১,২,৩নং ওয়ার্ড কাউন্সিলর কল্যাণী রাণী ঘোষ, ৪,৫,৬নং ওয়ার্ড কাউন্সিলর মোসা: রাশিদা খাতুন, ৭,৮,৯নং ওয়ার্ড কাউন্সিলর মোসা: ফারজানা খাতুন, ১নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ, ২নং ওয়ার্ড কাউন্সিলর অরুণ কুমার পাল, ৪নং ওয়ার্ড কাউন্সিলর যুগল চন্দ্র দেবনাথ, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আপেল মাহমুদ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর ওবাইদুল ইসলাম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর বাচ্চু চন্দ্র সাহা, ৯নং ওয়ার্ড কাউন্সিলর সুকুমার দাস, সাবেক ৯নং ওয়ার্ড কাউন্সিলর মিলটন উদ্দিন, নজিপুর প্রেস ক্লাব সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, সাংবাদিক টিপু সুলতান প্রমুখ।



মন্তব্য চালু নেই