নজিপুরে ইসলামী ব্যাংকের উদ্যোগে গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

74913371-1ae5-4ead-8ebc-915b7fee33efমোসা: শিউলি খাতুন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা উপজেলা সদর নজিপুর পৌর এলাকার পুঁইয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নজিপুর শাখার আয়োজনে ২৭ জুলাই বুধবার বিকেল ৩টায় পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ ও শিক্ষা প্রতিণ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসূচি ২০১৬ইং উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন পুঁইয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনোয়ারুল কাদের, পুঁইয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি সুনীল চন্দ্র সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, ইসলামাী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর নজিপুর শাখা প্রধান আশরাফ উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াতে কালামে পাক ও তরজমা পাঠ করেন ইসলামাী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর নজিপুর শাখার সিনিয়র ফিল্ড অফিসার রফিকুল ইসলাম ও উদ্বোধনী বক্তব্য রাখেন প্রজেক্ট অফিসার অফিসার রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন নজিপুর প্রেস ক্লাব সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, সাংবাদিক টিপু সুলতান প্রমুখ।

উল্লেখ্য, পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় এ মৌসুমে মোট ৭হাজার ৩শ টি গাছের চারা বিতরণ ও রোপন করা হইবে।



মন্তব্য চালু নেই