নওগার সাপাহারে তরুনীদের ভিড়ে শেষ মুুহুর্তে জমে উঠেছে ঈদ বাজার

ঈদের আর কয়েকদিন মাত্র বাকী তাই শেষ মুহুর্তে ক্রেতাদের ভিড়ে জমে উঠেছে সাপাহারে ঈদের বাজার। সবাই ব্যাস্ত প্রিয়জনদের জন্য বিভন্ন ধরনের সামগ্রী কিনতে। অন্য বছরের তুলনায় এবার দাম একটু বেশী হলেও প্রিয়জনদের মুখে হাঁসি ফোটানার জন্য সবাই ছুটছে মার্কেটে। এবারে মার্কেটগুলোতে তরুনীদের ব্যাপক ভিড় লক্ষ করা গেছে।
সাপাহার সদরের লাবনী সুপার মার্কেট, নিউ মার্কেট, চৌধুরী মার্কেট, সরকার মার্কেট, গিয়াস মার্কেটসহ বিভিন্ন বিপনী বিতানগুলোতে এখন ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত টেইলার্স গুলোতে অর্ডার নেওয়া বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। থান কাপড়ের বিক্রি তুলনামূলক কম হলেও এখন ভীড় শুরু হয়েছে গার্মেন্টসের তৈরী বিভিন্ন ধরনের পোষাক, কসমেটিক্স ও জোতার দোকানগুলোতে। প্রতিটি গার্মেন্টস দোকান এখন দম ফেলানোর ফুসরত নেই। বড়দের পাশাপাশি ছোটদের জন্য এখন তৈরী পোষাক কিনছেন মা-বাব ও আত্বী-সজনরা। গার্মেন্টস দোকানে এবার সবচাইতে বেশি বিক্রি হচ্ছে মেয়েদের পোষাক ভারতের বোঝেনা সে বোঝেনা নাটকের মডেল পাখি নামের পাখি থ্রি পিচ সহ বিভিন্ন নামীয় থ্রী পিচ। ছেলেদের বিভিন্ন নামীয় জিন্স প্যান্ট, পাঞ্জাবী, গ্যাঞ্জি ও সাট ব্যপক বিক্রি হচ্ছে। মধ্যবিত্ত ও বয়স্ক পুরুষ-মহিলাদের খুব কম পাঞ্জাবী ও শাড়ি বিক্রি হচ্ছে। দাম তুলনা মুলক কিছুটা বেশী হলেও ক্রেতারা আপনজনদের সাথে আনান্দ ভাগাভাগি করে নিতে সাধ্যমত পোষাক কিনছে। বিভিন্ন দামী ব্রান্ডের কসমেটিক্স কিনতে ও কালার ম্যাচিং করে জুতা কিনতে তরুন-তরুনীরা এখন ভীড় করছে মার্কেটগুলোতে।



মন্তব্য চালু নেই