নওগাঁয় বাস-ভটভটির সংঘর্ষে নিহত ৩ আহত ৬

রাজশাহী নওগাঁ : রাজশাহীর নওগাঁ মান্দা উপজেলার ফেরিঘাট এলাকায় বাস ও শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৬ জন আহত হয়েছেন।

সোমবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী-মান্দা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভটভটি চালক মোজাম্মেল হক (৩৫) মান্দা উপজেলা দিনারপুর গ্রামের খোদাবক্স মন্ডলের ছেলে (৫০), ভটভটি যাত্রী উজ্জল (২৮) এবং তাজউদ্দিন (৩০)। এদের দুইজনের বাড়ি মান্দার গাইহানা গ্রামে। এ ঘটনায় আহতদের নাম ও পরিচয় পাওয়া যায় নি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, রাজশাহী থেকে নওগাঁগামী একটি বাস ভটভটিকে চাপা দিয়ে পালিয়ে যায় । এ সময় ভটভটিতে থাকা চালক ও যাত্রীরা ঘটনাস্থলেই মারা যায়।



মন্তব্য চালু নেই