নওগাঁয় ধান কাটতে এসে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু

নওগাঁয় ধান কাটতে এসে গতকাল শুক্রবার সকালে বজ্রপাতে জাহিরুল ইসলাম (২৫) নামের এক ধান কাটিয়া যুবক শ্রমিকের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ঘটেছে নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়নের কুরমইল গ্রামের মাঠে।

স্থানিয় ইউপি চেয়ারম্যান এশরাক আলী ঘটনার সত্যতা শিকার করে জানান, চাপাইনবাবগজ্ঞ জেলার শিবগজ্ঞ উপজেলার পিটালিতলা গ্রামের ১৬ জন ধান কাটিয়া শ্রমিক বেশ কয়েক দিন পূর্বে মহাদেবপুর উপজেলার কুরমইল গ্রামের কৃষক জাবেদ খাঁর বাড়িতে এসে ধান কাটার কাজ করছিল। আজ শুক্রবার সকাল সারে ৫ টারদিকে শ্রমিকরা মাঠে ধান কাটতে গেলে বিকট শব্দে আকাশ থেকে বজ্রপাতের ঘটনা ঘটে।

এতে বজ্রপাতে ঘটনাস্থলেই জাহিরুল ইসলাম (২৫) নামের ঐ যুবক শ্রমিকের মর্মান্তিকভাবে মৃত্যু হয়। নিহত জাহিরুল ইসলাম চাপাইনবাবগজ্ঞ জেলার পিটালিতলা গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে বলেও তিনি জানিয়েছেন। শুক্রবার সকাল ১০ টায় কুরমইল গ্রামে জানাজা শেষে জাহিরুলের মৃতদেহ তার দেশের বাড়িতে নিয়ে গেছেন স্বজনরা বলে গ্রামের লোকজন জানিয়েছে।



মন্তব্য চালু নেই