নওগাঁয় ধানের মুল্য বৃদ্ধির দাবীতে নওগাঁ-রাজশাহী মহাসড়ক ধানদিয়ে অবরোধ করেছে কৃষকরা

ধানের মুল্য বৃদ্ধির দাবীতে নওগাঁর চকগৌরী হাটে মহাসড়কে ধান ফেলে অবরোধ কর্মসুচী পালন করেছে ধান বিক্রি করতে আসা কৃষকরা। বৃহস্পতিবার সকাল ১১ টায় নওগাঁর মহাদেবপুর উপজেলার চকগৌরীহাটে রাজশাহী – নওগাঁ মহাসড়কে এ অবরোধ কর্মসুচী পালন করে । এ সময় সড়কের দুধারে বেশ কিছু যানবাহন আটকে পরে ।

সমাজতান্ত্রিক ক্ষেত মজুর ও কৃষক ফ্রন্ট একই দাবীতে চকগোরী হাটে এর আগে একটি মানব বন্ধন কর্মসুচী পালন করে । এ সময় বক্তব্য রাখেন জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, কৃষক নেতা বিঞ্চুপদ সরকার, বাসদ নেতা কালিপদ সরকার, ছাত্রফ্রন্ট নেতা জয়ন্ত বর্মন, কৃষক আশুতোষ মন্ডল, আফতাব উদ্দিন খান প্রমুখ । কৃষকরা জানায় নওগাঁর হাট গুলোতে বর্তমান ৪/৫শ টাকা মন দরে ধান বিকাতে হচ্ছে,এতে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। এদিকে সরকার ধানের দর বেধে দিলেও হাট গুলোতে ধান সংগ্রহ অভিযান এখনো শুরু হয়নি নওগাঁয় ।



মন্তব্য চালু নেই