নওগাঁর মান্দায় ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) : নওগাঁর মান্দায় ট্রাক টাপায় নায়েব উদ্দীন (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মান্দা উপজেলার ফতেপুর মাদ্রাসা মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত নায়েব উদ্দীন মান্দা উপজেলার বড়মুল্লুক গ্রামের বয়েজ উদ্দীনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নায়েব উদ্দীন সকালে উপজেলার জয়বাংলা মোড়ে চা খেয়ে ফতেপুর গ্রামে যাচ্ছিলেন। মাদ্রাসা মোড়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। থানা অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান এর সত্যতা স্বীকার করেছেন।
মন্তব্য চালু নেই