নওগাঁর মান্দায় উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা

নওগাঁর মান্দায় উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিমূলক দুই দিনের কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান নাজমুল হক নাজু কথা বলেন। তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ইউরোপিয় ইউনিয়নের সিভার অর্থায়ন ও ডিয়াকোনিয়ার সহায়তায় বেসরকারী উন্নয়ন গবেষনা সংস্থা বারমাসিক এ কর্মশালার আয়োজন করে।কর্মলালার তেঁতুলিয়া ইউনিয়নের ওয়ার্ড ওয়াচ গ্রামের ১৮ জন নারী ও ১২জন পুরুষ অংশগ্রহন করেন।দুইদিন ব্যাপি এ কর্মশালার জেন্ডার সম্পর্কে ধারনা নারীর ক্ষমতায়ন নারী পুরুষের সামাজিক পার্থক্যের ধরন,নারী উন্নয়ন নীতিমালা,জেন্ডার সংবেদনশালী বাজেটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।রাবি’র ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক সুম্মিতা চক্রবর্তী কর্মশালা রিসোর্স হিসাবে ও বারসিকের ফিল্ড ফ্যাসিলিটেটর রবিউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই