নওগাঁর পত্নীতলায় শিয়ালের উপদ্রব বৃদ্ধি!

মোসা: শিউলি খাতুন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : বৃষ্টিপাত ও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় নওগাঁর পত্নীতলায় শিয়াল মামার উপদ্রব বৃদ্ধি পেয়েছে।

এলাকার ভুক্তভোগীরা জানায়, সমপ্রতি বৈরী আবহাওয়াতে শিয়াল মামারা ক্ষুধার্ত হয়ে গৃহপালিত হাঁস, মুরগি এমনকি ছাগল ও ভেড়া ধরে নিয়ে যাচ্ছে। উপজেলার মাটিন্দর, সিহাড়া, নির্মইল, দিবর, পাটিচরা, আমাইড়, ঘোষনগর কাশিপুর, গোপিনগর, মাহমুদপুর, নজিপুর পলিপাড়া, চাঁনপুর, চকমূলিসহ প্রায় ২৫টি গ্রাম থেকে গত সপ্তাহের মধ্যে প্রায় দেড় শতাধিক হাঁস-মুরগি খেয়ে ফেলেছে। এমনকি, শিয়াল মামার কবল হতে ছাগল-ভেড়াও প্রাণে রক্ষা পাচ্ছে না। উপজেলার আত্রাই নদীর উভয় পার্শ্বের গ্রাম গুলোতে এ উপদ্রব তুলনামূলক বেশি লক্ষ্য করা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, এমতাবস্থায় অনেকেই হাঁস-মুরগি বাড়িতে বেঁধে রাখছেন।



মন্তব্য চালু নেই