নওগাঁর পত্নীতলায় আওয়ামীলীগ নেতা খুন

নওগাঁর পত্নীতলায় সোমবার দিবাগত রাতে শফিকুল ইসলাম (৪০) নামে এক আওয়ামীলীগ নেতাকে দুর্বৃত্তরা নৃশংসভাবে খুন করে রাস্তার পার্শ্বে ফেলে রেখে গেছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার পত্নীতলা ইউপির কাটাবাড়ির বোরাম গ্রামের সেতাব উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম পত্নীতলা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক। সে মাহমুদ গ্রামে তার স্ত্রীকে নিয়ে একটি ভাড়া বাসায় ভাড়া থাকতো।

এ অবস্থায় সোমবার দিবাগত রাতে আনুমানিক ১টায় কে বা কাহারা তাকে মোবাইলে বিচারের জন্য কাটাবাড়িতে ডাকলে সে মোটরসাইকেল নিয়ে মাহমুদপুর গ্রাম থেকে কাটাবাড়ির দিকে রওনা হয়। ভোরে তার মৃতদেহ ও মোটরসাইকেলটি ইছাপুর মোড়ের রাস্তার পার্শ্বে স্থানীয় লোকজন দেখতে পেয়ে থানায় খবর দেয়।

এ ব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনর্চাজ আব্দুল রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং বলেছেন পুলিশ খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নওগাঁ মর্গে প্রেরণ করার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ দাফন করার প্রস্তুতি চলছে বলে জানান আব্দুল রফিক। এই রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।



মন্তব্য চালু নেই