বেতন-ভাতা সরকারি কোষাগার হতে প্রদানের দাবীতে

নওগাঁর নজিপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

মোসা: শিউলি খাতুন, পত্মীতলা (নওগাঁ) : নওগাঁর নজিপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশন এর পক্ষ হতে “চাকুরি জাতীয় করণসহ বেতন-ভাতা ও পেনশন সুবিধা সরকারি রাজস্ব তহলিবল হতে প্রদানের দাবীতে” এক মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় নজিপুর বাসস্ট্যান্ড গোল চত্বরে প্রায় ঘণ্টাব্যাপীকাল মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন- মেয়র মো: রেজাউল কবির চৌধুরী, সহকারী প্রকৌশলী মো: ফজলুল হক, উপ-সহকারী প্রকৌশলী এস.এম মাহবুবুল আলম, নজিপুর পৌর চাকুরিজীবী পরিষদ এর সভাপতি পরিতোষ কুমার দাস, সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম, কোষাধ্যক্ষ ইয়াসমিন সুলতানা, কর্মচারীদের মধ্যে আবুল কালাম আজাদ, নজরুল ইসলাম, দেওয়ান মোফাজ্জল হোসেন প্রমুখ।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল মালেক এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।



মন্তব্য চালু নেই