নওগাঁর নজিপুরে সেচ্ছাশ্রমে কবরস্থান সংস্কার কাজের উদ্বোধন

মোসা: শিউলি খাতুন, পত্মীতলা (নওগাঁ): নওগাঁর পত্মীতলা উপজেলা সদর নজিপুর পৌর এলাকার পুঁইয়ায় গতকাল সকাল ১০টায় কবরস্থানের সেচ্ছাশ্রমে সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন নজিপুর পৌরসভার মেয়র মো: রেজাউল কবির চৌধুরী, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো: আবুল কালাম আজাদ লিটু ফকির, মুক্তিযোদ্ধা মো: সামছুল ইসলাম, যুবলীগ নেতা মনোয়ার হোসেন সাগর, স্থানীয় মহল্লাবাসীদের মধ্যে হাফিজুর রহমান, সানারুল ইসলাম, নুরুল আজিম, আশরাফ আলী, আকবর হোসেন, সিদ্দিক আলী, মোজাফর হোসেন, মোকলেছুর রহমান, আবুল কালাম, নজরুল ইসলাম, সোহেল রানা, ফারুক হোসেন, তৈবুর রহমান, আব্দুল করিম প্রমুখ ।

এ সময় উপস্থিত ছিলেন নজিপুর প্রেস ক্লাব সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, সাংবাদিক টিপু সুলতান, ফরহাদ হোসেন, পরেশ টুডুল । এ কাজে স্থানীয় মহল্লার জন সাধারণসহ এলাকাবাসী সেচ্ছায় অংশগ্রহণ করেন।

জানা যায়, উক্ত কবরস্থানের জমির পরিমাণ প্রায় ৪বিঘা। মেয়র মো: রেজাউল কবির চৌধুরী বলেন, এ সেচ্ছাশ্রমের মাধ্যমে অন্যদের মাঝে মহৎ কাজে উৎসাহ যোগাবে ও ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি করবে।



মন্তব্য চালু নেই