ধোনি-কোহলির দ্বন্দ্ব নেই : সামি

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট ড্রয়ের পর তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারে ভারত। প্রথম দুটি ওয়ানডেতে টানা হারের পর হোয়াইটওয়াশের আশঙ্কায় ছিল টিম ইন্ডিয়া। তবে শেষ ম্যাচ জিতে কোনো রকম মান নিয়ে দেশে ফিরেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিপর্যয়ের পর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। দেশে ফিরে নিজেদের ভুল সিদ্ধান্তের সমালোচনা করেছেন স্বয়ং ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলিও। আর এমন খোলামেলা সমালোচনার জন্য ধোনি ও কোহলির সম্পর্কে নতুন করে ফাঁটল ধরেছে বলে গুঞ্জন উঠেছে গণমাধ্যমগুলোয়।

তবে গণমাধ্যমের এমন গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন ভারতীয় পেসার মোহাম্মাদ সামি। পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা দলকে বিভক্ত করবে। আমি ড্রেসিংরুমে বিরাট এবং মাহি (মহেন্দ্র সিং ধোনি) ভাইয়ের সঙ্গে কথা বলেছি। আমি তাদের মধ্যে এমন কিছু দেখতে পাইনি। যদি গণমাধ্যম কোনো ইস্যু তৈরী করে তবে সেটা ভুল হবে।’

হাঁটুর ইনজুরির কারণে বিশ্বকাপের পর থেকেই ভারতের হয়ে খেলতে পারছেন না সামি। জাতীয় ক্রিকেট একাডেমিতে বর্তমানে ফিটনেস ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন ভারতীয় এই পেসার। ভারতের ওয়ানডে ও টেস্ট অধিনায়কের মধ্যে কোনো দ্বন্দ্ব সৃষ্টি না করতে মিডিয়ার প্রতি অনুরোধ করেছেন তিনি।

এ প্রসঙ্গে সামি বলেন, ‘এই ভিত্তিহীন বিষয়টিকে অতিরঞ্জিত না করতে আমি গণমাধ্যমকে অনুরোধ করব। এটি শুধু দলে বিভক্তি এবং খেলোয়াড়দের পারফরম্যান্সকে প্রভাবিত করবে।’

বাংলাদেশ সিরিজে ব্যর্থতা ও বিতর্কের জের ধরে ধোনি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াক- এটা কোনোভাবেই কাম্য নয় সামির, ‘আমি তার অধিনায়কত্ব পছন্দ করি। বিশেষ করে তার রেকর্ডগুলো। মাহি ভাই আমাদেরকে সব ফরম্যাটে বিশ্বকাপ জিতিয়েছেন। এমন একজনকে কেবল শেষ দুটি সিরিজের ফলাফলের উপর ভিত্তি করে বিদায় বলাটা উচিত হবে না। আমার মতে তার চালিয়ে যাওয়া উচিত।’



মন্তব্য চালু নেই