ধামইরহাটে আবারও ধরা পড়ল অজগর

নওগাঁর ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের দেবীপুর গ্রামে আবারও ধরা পড়ল বিরল প্রজাতির অজগরের শাবক।

৭ ফেব্র“য়ারী সন্ধ্যায় দেবীপুর গ্রামের একটি একটি পুকুর পাড়ে স্থানীয়রা অজগরের শাবকটিকে দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসেন আহমেদকে খবর দেয়।

বিষয়টি বনবিভাগকে জানালে বনবিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক অজগর শাবকটি উদ্ধার করে বনবিট কার্যালয়ে লেন। বনবিট কর্মকর্তা জানান, ৪ কেজি ওজনের অজগর শাবকটি প্রায় সাড়ে ৩ ফিট লম্বা। অজগরের শাবকটিকে একনজর দেখতে উৎসুখ জনতা রোববার সকালে বনবিট অফিসে ভিড় জমায়। দর্শনার্থীরা এটিকে অজগর গোত্রেরই চন্দ্রবোরা প্রজাতি সাপ বলে দাবি করেন।



মন্তব্য চালু নেই