“ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় নীরবকে”

রাজধানীর শ্যামপুরে একটি খোলা ম্যানহোলে পড়ে গেছে ছয় বছরের শিশু নীরব। শিশুটির মায়ের দাবি তার ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়েছে।দুপুর তিনটার দিকে কয়েকজন শিশু সেখানে খেলাধুলা করছিল। এক পর্যায়ে নীরব একটি বিশাল খোলা ম্যানহোলের কাছে গিয়ে বসে বসে পানির স্রোত দেখছিল। এমন সময় খেলার ছলে তার খেলার সাথী পেছন থেকে শিশুটিকে ধাক্কা মারে।

এসময় শিশুটি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ম্যানহোলের মধ্যে পড়ে মুহূর্তে হারিয়ে যায়।এক পর্যায়ে নীরবের ঐ খেলার সাথী চিৎকার দিলে অন্য শিশুরা এগিয়ে আসে। এক কান দুকান করে তা ফায়ার সার্ভিস পর্যন্ত পৌছে।

মঙ্গলবার বেলা তিনটার দিকে শ্যামপুর বাজারের কাছে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শিশুটিকে উদ্ধারে অভিযানে ছুটে আসে ফায়ার সার্ভিসের লোক।

শিশুটির মা জানান, বিকাল সাড়ে তিনটার দিকে নাগরদোলার খেলা দেখার জন্য বাসা থেকে বের হয় নীরব। আরেকটি শিশুর সাথে বসে একসাথে নাগরদোলা চড়া দেখছিল তারা। এসময় পাশে বসা শিশুটি নীরবকে ধাক্কা দিলে সে খোলা ম্যানহোলে পড়ে তলিয়ে যায়।



মন্তব্য চালু নেই