“ধর্মের অপব্যাখ্যা দিয়ে যারা মানুষ হত্যা করে কোন ধর্মেই তাদের স্থান নেই”

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) থেকে : নওগাঁর পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক বিপিএম, পিপিএম বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রতির সৌন্দর্য নষ্ট করে যারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষ হত্যা করে কোন ধর্মেই তাদের স্থান নেই। পুলিশ-জনগণ আন্তরিক ভাবে পারস্পারিক সহযোগীতার মাধ্যমে সন্ত্রাস, নাশকতা, বোমাবাজী, গোপন হত্যাকারী, মাদক ব্যবসায়ী, নারী নির্যাতন, ইভটিজিং সহ সকল ধরণের ফৌজদারি অপরাধ দমন ও প্রতিরোধ করা খুব সহজ হবে। এদের বিষ দাঁত ভেঙ্গে দিতে জনতা ও পুলিশের মাঝে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক গড়ে তুলে সকল দল মত ধর্মীয় নেতা সহ সবাইকে জাতীয় স্বার্থে এগিয়ে আসতে হবে। নওগাঁর রাণীনগর উপজেলা সহ বাংলাদেশের মানুষের নিরাপত্তা সুখ-শান্তি হারাম করতে ২০০৪ সালে সাড়া দেশে এক যোগে তথাকথিত সর্বহারা ও পরে খোলস পাল্টিয়ে জেএমবি নামধারি সংগঠন দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌর্মত্বকে আঘাত হানতে হত্যা, খুন, গুম, চাঁদাবাজি সহ সিরিজ বোমা হামলা চালানো হয়েছিল জনতা-পুলিশ প্রতিরোধ গড়ে সেই সময় তাদেরকে প্রতিহত করেছিল। যার কারণে এই জনপদে তারা আর মাথা উঁচু করে দাঁড়াতে পাড়েনি। যে দু’এক জন আছে তাদেরকে যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে চিরবিদায় জানানো হবে। দেশের অব্যহত উন্নয়ের অগ্রগতির ধারা বজায় রাখতে যে কোন মূল্যে সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা রোধে সবাইকে ঐক্যদ্ধ হয়ে যথাযথ ভূমিকা পালন করতে হবে। গতকাল সোমবার দুপুরে রাণীনগর থানাপুলিশের আয়োজনে স্থানীয় অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল সম্প্রদায়ের ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর সার্কেল মো: সামিউল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল-ফারুক জেমস, অফিসার ইনচার্জ (তদন্ত) মো: আব্দুল্লাহিল জামান, আওয়ামী লীগের সভাপতি মো: শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন, থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক চন্দন কুমার মহন্ত, রাণীনগর পুজা উদ্যাপন কমিটির সভাপতি সুবাষ চন্দ্র সরকার, খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষে সিমিয়ন সরকার, নব নির্বাচিত পারইল ইউপি চেয়ারম্যান মজিবর রহমান, গোনা ইউপি’র নব-নির্বাচিত চেয়ারম্যান আবু হাসনাত খান হাসান প্রমুখ।



মন্তব্য চালু নেই