ধর্মদ্রোহীদের ফাঁসির দাবিতে ৫ ডিসেম্বর মহাসমাবেশ

ধর্মদ্রোহীদের ফাঁসির দাবিতে আগামী ৫ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে এ বিষয়ে আইন প্রণয়নের জন্য ১২ ডিসেম্বর জাতীয় সংসদ ভবন অভিমুখে পদযাত্রার ডাক দিয়েছে দলটি।

সোমবার দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে লতিফ সিদ্দিকীসহ সকল ধর্মদ্রোহীদের ফাঁসির দাবিতে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ কর্মসূচি ঘোষণা দেন চরমোনা পীরের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন্দ।৫ ডিসেম্বর মহাসমাবেশ

তিনি বলেন, ‘চলতি অধিবেশনে ধর্মদ্রোহীর জন্য ফাঁসির আইন করতে হবে। প্রয়োজনে এ বিষয়ে গণভোটের ব্যবস্থা করতে হবে। এতে সরকার যদি তালবাহানা করে তাহলে তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’



মন্তব্য চালু নেই