ধরে নেয়া ৩ শিশুকে ফেরত দিয়েছে বিএসএফ
ফেনীর ফুলগাজীর দক্ষিণ কামল্লা সীমান্ত থেকে ধরে নেয়া ৩ বাংলাদেশি শিশুকে ফেরত দিয়েছে বিএসএফ। সোমবার সন্ধ্যায় উপজেলার গিতাবাড়িয়ার ফুলগাজীর মুন্সিরহাট দক্ষিণ কামল্লা সীমান্ত এলাকায় বিজিবি’র মাধ্যমে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি ও স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, সোমবার দুপুরে ফুলগাজী উপজেলার গীতাবাড়িয়া এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তের ২১৩১ পিলার সংলগ্ন স্থানে খেলা করছিল নাজিম উদ্দিন (৯), বিটু আহম্মেদ (১০) ও ওসমান গণি (৯) নামের স্থানীয় ৩ বাংলাদেশি শিশু। এসময় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ তাদের ধরে নিয়ে যায়। বিএসএফ-বিজিবি’র বৈঠকের পর সোমবার সন্ধ্যায় তাদের বিজিবি’র কোম্পানি কমান্ডার নাজমুল আহসানের হাতে হস্তান্তর করে। পরে ওই শিশুদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
নাজিম উদ্দিনের বাবার নাম সিরাজুল হক, বিটু আহম্মেদর বাবা আল আমিন ও ওসমান গণির বাবা জাফর আহাম্মদ। তারা উপজেলার দক্ষিণ কোমাল্লা গ্রামের বাসিন্দা।
ফেনীর ৪ বিজিবি’র পরিচালক শামিম ইফতেখার ৩ শিশুকে হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেন।
মন্তব্য চালু নেই