দ্বিতীয়বারের মত কন্যাসন্তানের জননী হলেন শ্রাবন্তী

ছোটপর্দার একসময়ের জনপ্রিয় প্রিয়দর্শিনী অভিনেত্রী শ্রাবন্তী দ্বিতীয়বারের মত কন্যাসন্তানের মা হলেন। গত ২৭ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৯টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এলমহার্টস হাসপাতালে দিতিয় কন্যাসন্তানের জন্ম দেন এই অভিনেত্রী।

মা ও মেয়ে দু’জনই সুস্থ আছেন সন্তানসম্ভবা হওয়ার পর গত ১৯ জুন আমেরিকায় যান শ্রাবন্তী। এরপর থেকে তিনি সেখানেই আছেন। তার স্বামী এনটিভির জেনারেল ম্যানেজার খোরশেদ আলম কিছুদিন আগে আমেরিকায় যান।

ফেসবুকে ৩০ নভেম্বর স্বামীকে উদ্দেশ্য করে শ্রাবন্তী আনন্দে লিখেছেন, দুই মেয়ের বাবা…আলহামদুলিল্লাহ। অভিনন্দন মোহাম্মদ খোরশেদ আলম।

উল্লেখ্য, ২০১১ সালে শ্রাবন্তী ও খোরশেদ আলম দম্পতির বড় মেয়ে রায়ার জন্ম হয় নিউজার্সিতে। মেয়ে ও পরিবারকে সময় দিতে অনেকদিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন শ্রাবন্তী।



মন্তব্য চালু নেই