দৌলতপুরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

খুলনার দৌলতপুরে আলমগীর হোসেন নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন দৌলতপুর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি।

পুলিশ জানায়, বিএনপি নেতা আলমগীর হোসেনের বাড়ি উপজেলার মধ্যডাঙ্গা গ্রামে। তিনি শুক্রবার রাতে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত কাছ থেকে তাকে গুলি করলে ঘটনাস্থলে তিনি নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে পুলিশ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।



মন্তব্য চালু নেই