বাজেট হতে পারে ২৮২০০০ কোটি টাকার

দেয়ার ইজ নো কালো টাকা ইন দিস বাজেট

আগামী ২০১৫-১৬ অর্থবছরে জাতীয় বাজাটের আকার ২ লাখ ৮২ হাজার কোটি টাকা হতে পারে বলে আভাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

রোববার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে প্রাক-বাজেট আলোচনা সভায় এ আভাস দেন তিনি। এ সময় অর্থমন্ত্রী জানান, এবারের বাজেটে কোনো প্রকার কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না।

এমএ মুহিত বলেন, ‘দেয়ার ইজ নো কালো টাকা ইন দিস বাজেট’। গত বাজেটেও কালো টাকা সাদা করার বিশেষ সুবিধা ছিল, এবার সেটি থাকছে না। তবে আসছে আগামী বাজেট ২ লাখ ৮২ হাজার কোটি টাকা থেকে প্রায় তিন লাখ কোটি টাকার কাছাকাছি হতে পারে।’

তিনি বলেন, ‘চলতি অর্থবছরে আমাদের হাতে আরো কিছু সময় আছে। সে বিবেচনায় ডিসেম্বরে জিডিপি প্রবৃদ্ধির হার হবে ৭ ভাগ।’

প্রাক বাজেট আলোচনা সভায় অর্থনীতিবিদ ড. বিনায়েক সেন বলেন, ‘প্রকল্প বাস্তবায়নে শ্লথ গতি দেখা যাচ্ছে, এটি রোধ করতে হবে। দেশের পাবলিক সেবা খাতকে আরো উন্নত করতে হবে। প্রধানমন্ত্রী ব্যতিত অন্যান্য মন্ত্রীরা যেন পাবলিক খাতগুলো পরিদর্শন করেন তাহলে সেবা খাতগুলো আরো গতি ফিরে পাবে।’

তিনি বলেন, ‘রাজস্ব বৃদ্ধির গতি বাড়াতে হবে। দরকার হলে সম্পদের ওপর সারচার্জ বাড়াতে হবে। বাজেটে যেন খাদ্য নিরাপত্তার বিষয়ে আরো গুরুত্বারোপ করা হয় সেই বিষয়েও গুরুত্ব দিতে হবে।’

অর্থনীতি সমিতির সভাপতি আশরাফ উদ্দিন বলেন, ‘লোন মার্কেট ভালো নড়বড়ে অবস্থায় আছে। এই অবস্থা থেকে উত্তরণ করতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। সেই সঙ্গে বাজেটে যাতে করে কালো টাকা না থাকে সে বিষয়ে নজর দিতে হবে।’

সভায় পদ্মাসেতু, কৃষিখাত, পাবলিক খাত, এমআরটিসহ গুরুত্বপূর্ণ বিষয়ে বাজেটে বিশেষ নজর দেয়ার জন্য অনুরোধ করেন অর্থনীতিবিদরা।

প্রাক-বাজেট আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিন আহমেদ, এনবিআর চেয়ারম্যান নবিজুর রহমান, পরিকল্পনা সচিব শফিকুল আজম, আইএম‌ডি সচিব শহিদউল্লা খান প্রমুখ।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই), ইকোনমিক রিসার্চ গ্রুপ (ইআরজি), বাংলাদেশ অর্থনীতি সমিতি এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষকদের সঙ্গে বৈঠকে মিলিত হন মুহিত।

উল্লেখ্য, চলতি ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের আকার হচ্ছে দুই লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা। ২০১৩-১৪ অর্থবছরের বাজেটের আকার ছিল দুই লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা।



মন্তব্য চালু নেই