‘দেশ থেকে গণতন্ত্র চুরি হয়ে গেছে’

বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ বলেছেন, ‘বাংলাদেশ থেকে গণতন্ত্র চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে মানবাধিকারের কথা। বই-পুস্তকে এসব থাকলেও বাস্তবে নেই।’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে বৃহস্পতিবার বিকেলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এমাজউদ্দিন আহমেদ বলেন, ‘পাকিস্তান ও ভারতের মতো বাংলাদেশ স্বাধীন হয়নি। বাংলাদেশ স্বাধীন হয়েছে ভিন্নভাবে। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে, অনেক ত্যাগ ও আত্মদানের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। দয়া-দাক্ষিণ্য বা আলোচনার মাধ্যমে নয়। মুক্তিযুদ্ধের অগ্নিকুণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে।’

প্রবীণ এ রাষ্ট্রবিজ্ঞানী বলেন, ‘লাল-সবুজের পতাকা কেনা হয়েছে ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে। যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন তাদের কাছে আমরা চিরঋণী।’

তিনি বলেন, ‘জিয়া পরিবার গণতন্ত্রের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য খালেদা জিয়া আজ প্রায় দুই মাস ধরে অবরুদ্ধ। গণতন্ত্রের কথা বলতে হলে অবশ্যই জিয়া পরিবারের কথা আসবে।’

এমাজউদ্দিন আহমেদ আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ গণতন্ত্রের প্রতি অনেক দুর্বল। গণতন্ত্রের জন্য তারা জীবন দিতে সবসময়ই প্রস্তুত। এ দেশের সাধারণ মানুষ সবসময় গণতন্ত্রের জন্য আন্দোলন-সংগ্রাম করেছে, সামনেও করবে। গণতন্ত্রের জন্য সাধারণ মানুষ সবসময়ই এগিয়ে ছিল, এগিয়ে থাকবে।’

তিনি দাবি করেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীতার ঘোষণা দিয়েছেন। ১৯৭৬ সালে জিয়াউর রহমান ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন। তার আগে এ দেশ থেকে গণতন্ত্রকে বাদ দিয়ে বাকশাল কায়েম করা হয়েছিল। কিন্তু জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরেই সকল দলের সমন্বয়ে নির্বাচন দিয়ে গণতন্ত্রের রূপদান করেছেন।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি এ্যাডভোকেট জয়নুল আবেদীনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমীন গাজী, চলচ্চিত্র নির্মাতা গাজী মাজহারুল অনোয়ার, সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ও বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ঢাকা বারের সাবেক সভাপতি এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সাবেক সভাপতি এ্যাডভোকেট মহসিন মিয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট খসরুজ্জামান, ঢাকা বারের সম্পাদক এ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী, শিল্পী বেবি নাজনীন, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী, মির্জা আল মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানে জাসাসের সম্পাদক শিল্পী মনির খান ও আসিব আকবরসহ অনেকে উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই