দেশে ফিরেই অজ্ঞান পার্টির খপ্পরে মালয়েশিয়া প্রবাসী

রাজধানীর সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় মো. সাইফুল ইসলাম (৩০) নামের এক মালয়েশিয়ান প্রবাসীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার কাছে থেকে অজ্ঞানপার্টির সদস্যরা সর্বস্ব নিয়ে গেছে বলে অভিযোগ তার পরিবারের।

শুক্রবার দুপুরে তাকে উদ্ধার করা হয়। বর্তমানে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অচেতন মো. সাইফুল ইসলামের বড় ভাই মো. রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার সময় তিনি মালয়েশিয়া থেকে শাহজালাল বিমানবন্দরে নামেন। পরে ভোর ছয়টার সময় তিনি একটি ট্যাক্সিক্যাবে ওঠেন। পরে শুক্রবার দুপুর একটার সময় সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় চায়ের দোকানদার লিটন তার মোবাইলফোন থেকে আমাকে ফোন দিয়ে সাইফুল অচেতন হওয়ার বিষয়টি জানান। পরে আমার বন্ধু উজ্জল কুমার দাস ও লিটন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দুপুর পৌনে দুইটার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

তিনি আরও বলেন, মালোয়শিয়া থেকে আসা সাইফুলের কাছে থেকে অজ্ঞানপার্টির সদস্যরা ডলার, টাকা, পাসপোর্ট ও মালামালসহ প্রায় পাঁচ লাখ টাকা নিয়ে গেছে। সাইফুলের গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।



মন্তব্য চালু নেই