দেশে প্রতিদিন ৭০ কোটি টাকার মাদক গ্রহণ

বাংলাদেশে প্রতিদিন ৭০ কোটি টাকার বিভিন্ন ধরনের মাদক গ্রহণ করছে মাদকসেবীরা। দেশের মোট জনসংখ্যার মধ্যে ৬০ লাখ মানুষ মাদক গ্রহণ করে। সে হিসেবে প্রতি ২৭ জনে একজন মাদক গ্রহণ করে থাকে।

শুক্রবার দুপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে রাজশাহী জেলা প্রশাসক ও মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের আলোচনা সভায় এ তথ্য জানানো হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, রাজশাহীর জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী। প্রধান অতিথি ছিলেন-রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহম্মদ মুনির হোসেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবি-৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহজাহান সিরাজ, রাজশাহীর পুলিশ সুপার নিশারুল আরিফ, রাজশাহী মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (সদর) তানভীর হায়দার চৌধুরী, র‌্যাব-৫ এর উপপরিচালক মেজর কামরুজ্জামান পাভেল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক এ এ এম হাফিজুর রহমান।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা ছাড়াও সাধারণ মানুষকে সচেতন করতে মাদকবিরোধী পোস্টার ও লিফলেট বিতরণ, রিকশা ও যানবাহনে স্টিকার সাঁটানো এবং মাদকবিরোধী মাইকিং করা হয়।

এছাড়া শিশুদের জন্য চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।



মন্তব্য চালু নেই