‘ছে‌লে‌দের মাথা গরম, এবার নারী ড্রাইভার চাই’

দুর্ঘটনা রো‌ধে নারী চালক‌দের সংখ্যা বাড়া‌নোর কথা জানিয়ে সড়ক প‌রিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ব‌লে‌ছেন, ছে‌লে‌দের মাথা গরম, এবার নারী ড্রাইভার চাই।

শুক্রবার (২৫ নভেম্বর) বি‌কেল সা‌ড়ে ৪টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন‌স্টি‌টিউশনে এক আ‌লোচনা সভায় তি‌নি এ কথা বলেন।

আওয়ামী মোটর চালক লীগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান ‍অতিথি ওবায়দুল কাদের ব‌লেন, নারী চালক‌দের সংখ্যা বাড়া‌তে হ‌বে, কারণ তাদের মাথা ঠাণ্ডা থা‌কে। এতে দুর্ঘটনাও ঘট‌বে না। আর ছে‌লে‌দের মাথা গরম থাকে।

চালক‌দের উ‌দ্দে‌শ্যে তিনি ব‌লেন, ‘প্লিজ আপনারা ১২ ও ১৪ বছ‌রের বাচ্চা‌দের ড্রাই‌ভিং‌য়ে দে‌বেন না। আ‌মি রাস্তায় যাই, এসব ঘটনা আমার চো‌খে প‌ড়ে। কেননা অদক্ষ চালকও দুঘর্টনার জন্য দায়ী।’

‘প‌রিবহ‌ন ও সড়‌কে শৃঙ্খলা ফি‌রি‌য়ে আনা আমার চ্যা‌লেঞ্জ’ উ‌ল্লেখ ক‌রে সড়ক ও সেতুমন্ত্রী ব‌লেন, চ্যা‌লেঞ্জ বাস্তবায়‌নে মোটর চালক শ্র‌মিক‌দের সহ‌যো‌গিতা চাই।

অনুষ্ঠা‌নে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, প্রধানমন্ত্রীর সহকা‌রী একান্ত স‌চিব সাইফুজ্জামান শেখর, ঢাকা দ‌ক্ষিণ আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক শা‌হে আলম মুরাদ, মোটর চালক লী‌গের উপ‌দেষ্টা সৈয়দ আব্দুল আউয়াল শামীম প্রমুখ বক্তব্য দেন।



মন্তব্য চালু নেই