দেশে আনার পর সালাহ উদ্দিনের বিচার : র্যাব ডিজি
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, ‘বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ ৫ জানুয়ারি থেকে দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। তাই তাকে দেশে আনার পর বিচারের মুখোমুখি করা হবে।’
র্যাবের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা টাইগার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
র্যাব প্রধান বলেন, ‘সব ব্লগার হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে।’
বেনজির আহমেদ আরও বলেন, ‘দেশে আইএসআইয়ের আদলে যাতে কোসো জঙ্গীগোষ্ঠীর উত্থান না হয় সে বিষয়টি পর্যবেক্ষণে রেখেছে র্যাব। এ ব্যাপারে বিদেশ ফেরতদের দিকে নজর রাখা হচ্ছে।’
র্যাবের মহাপরিচালক বলেন, ‘সুন্দরবন রক্ষা ও উপকূলীয় অঞ্চলের জন্য র্যাবের দুইটি উপকূলীয় ইউনিট গঠন করা হবে।’
এর আগে মহাপরিচালক র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এ সময় খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মুন্নুজান সুফিয়ান, খুলনা জেলা প্রশাসক হারুনর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই