দেশব্যাপী চলছে ৩৬ ঘণ্টার হরতাল
বিদ্যুতের মূল্যবৃদ্ধি, সরকারের নাশকতার ষড়যন্ত্র এবং বিএনপিসহ জোটের ১০ হাজার নেতাকর্মী গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা মহানগরীসহ দেশব্যাপী ৩৬ ঘণ্টার হরতাল কর্মসূচি চলছে। একই সঙ্গে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচিও অব্যাহত রয়েছে।
রোববার ভোর ৬টা থেকে এ হরতাল শুরু হয়।
গতকাল শনিবার খালেদা জিয়ার ছোট ছেলে আরাফঅত রহমান কোকো মারা গেলেও আন্দোলন চালিয়ে যেতে বলেছেন বিএনপি চেয়ারপাসন।
শনিবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া সন্তান হারানো মা খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এসে সাংবাদিকদের বলেন, ‘গণতন্ত্র ও আইনের স্বার্থে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
উল্লেখ্য, গতকাল শনিবার শনিবার গণমাধ্যমে পাঠানো বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত জোটের এক বিবৃতিতে এ হরতাল কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
ঘোষণা অনুযায়ী রোববার সকাল ৬টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ছত্রিশ ঘণ্টার হরতাল পালন করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
মন্তব্য চালু নেই