বিএনপির দুই দিনের কর্মসূচি

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে দেশব্যাপী দুই দিনের কর্মসূচি গ্রহণ করেছে দলটি।

বিএনপির পক্ষ থেকে কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় রবিবার ও সোমবার দেশের সকল মসজিদে কোরআনখানী ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বিএনপির দফতরের দায়িত্ব পালনকারী যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ শনিবার রাতে এ কর্মসূচি ঘোষণা করেন। দলের সহ-দফতর সম্পাদক মো. আব্দুল লতিফ জনির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বিএনপি ও এর সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ দেশবাসীকে কোরআনখানী ও দোয়া মাহফিলে অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় মালয়েশিয়ার মালায়া হাসপাতালে নেওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর।



মন্তব্য চালু নেই