দেশকে ইরাক-সিরিয়া বানানোর ষড়যন্ত্র চলছে : আইজিপি

কেউ কেউ বাংলাদেশকে ইরাক ও সিরিয়া বানানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। পুলিশের শীর্ষ এই বস বলেন, অনেকেই অভিযোগ করছেন বাংলাদেশে আইএস রয়েছে। আসলে এর কোনো অস্তিত্বই নেই।

বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে আয়োজিত সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক সভাপতির বক্তব্য রাখছিলেন। সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত রয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, মাওলানা ইব্রাহিম খলিল রাজভী, মাওলানা আতাউল্লাহ, গোলাম মাওলা নকশিবান্দি, আর্চ বিশপ পেট্রিক ডি রোজারিও, স্বামী ধ্রুবেশান্দ মহারাজ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান সরদার। সম্মেলনে বিভাগীয় জেলা পর্যায়ের বিভিন্ন ধর্মের হাজারের বেশি নেতা উপস্থিত রয়েছেন।



মন্তব্য চালু নেই