দেবহাটা রুপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে রেডিও নলতার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

দেবহাটার ইছামতি নদীর পাশে বিনোদন পিপাসু মানুষদের জন্য সুন্দরবনের আদলে গড়ে ওঠা রুপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে শুক্রবার দিনব্যাপী রেডিও নলতার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

কমিউনিটি রেডিও হিসেবে ইতিমধ্যে সর্বসাধারনের হ্নদয়ে স্থান করে নেয়া রেডিও নলতার সার্বিক ব্যবস্থাপনায় রেডিওর কর্মকর্তা ও সকল স্বেচ্ছাসেবী মেয়ে ও ছেলেদের অংশগ্রহনে সকাল থেকে কবিতা পাট, নাটক, গান, কৌতুক, একক অভিনয় সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী রেডিও নলতার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। দিন শেষে দুপুরে মধ্যহ্নভোজ শেষে বিকালে অনুষ্ঠিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রেডিও নলতার প্রধান উপদেষ্টা সৈয়দ ফারুক আহমেদ।

রেডিও নলতার ষ্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ারের সভাপতিত্বে এবং কালীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রেডিও নলতার কর্মকর্তা সুকুমার দাশ বাচ্চুর সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে দৈনিক কালের চিত্রের বার্তা সম্পাদক শরিফুল্লাহ কায়সার সুমন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের আহবায়ক হাসান রেজা রিপন, সদস্য সচিব আর.কে.বাপ্পা, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, কালীগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

এসময় রেডিও নলতার সাংবাদিক মিজানুর রহমান, সাবিয়া ইসলাম, আলমগীর হোসেন জ্যোতি, জাহাঙ্গীর আলম সহ সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই