দেবহাটায় প্রশাসনের বর্নাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ ১৪২২ পালিত

“এসো হে বৈশাখ, এসো এসো” এই ধ্বনিতে দেবহাটা উপজেলা প্রশাসনের বর্নাঢ্য আয়োজনে প্রতিবছরের ন্যায় এবারো বিস্তারিত কর্মসূচীর মধ্য দিয়ে শুভ পহেলা বৈশাখ ১৪২২ কে স্বাগত জানাতে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।

শুরুতে সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে দেবহাটা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি ও উপজেলার নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুনের নেতৃত্বে একটি বর্নাঢ্য র‌্যালী পরিষদ চত্বর থেকে শুরু হয়ে ঢাক, ঢোল, বাদ্য বাজনা, রঙ বেরঙয়ের ফেস্টুন সহকারে ঐতিহ্যবাহী বনবিবিতলা প্রাঙ্গনে এসে শেষ হয়।

এখানে উপস্থিত সকল অতিথিবৃন্দকে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজ হাতে পান্তা ইলিশ পরিবেশন করেন। পরে উক্ত স্থানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলার নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুন।

প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিসেস নাজমুন্নাহারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ মাহমুদ, উপজেলা হিসাবরক্ষন কর্মকর্তা আব্দুস সামাদ, দেবহাটা কলেজের অধ্যক্ষ আনিসুজ্জামান কালাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শ্বাশ্বতী ছন্দা দেবনাথ, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রধান শিক্ষক এনামুল হক, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, দেবহাটা মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার, সাংবাদিক জি.এম আব্বাসউদ্দীন, সাংবাদিক হারুন-অর রশিদ, শিক্ষক আবুল কালাম সহ সরকারী কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তিবর্গ সহ সুধীজন। শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



মন্তব্য চালু নেই