দেবহাটায় জুয়াড়ী, ফেন্সিডিল, গাজা সহ ১০ জন আটক

সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে জুয়াড়ী, ফেন্সিডিল, গাজা সহ ১০ জন আটক হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও ভ্রাম্যমান আাদলতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে দেবহাটা থানার সেকেন্ড অফিসার মেজবাহ উদ্দীন উপজেলার কুলিয়া নিকারী পাড়া এলাকা থেকে ঐ এলাকার মৃত ফকির মান্দারের ছেলে সুরত নিকারী (৫৫) কে ১০ বোতল ফেন্সিডিল সহ আটক করেন। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে দেবহাটা থানায় ১৭ নং মামলা দায়ের করেছে। এছাড়া উপজেলার সাংবাড়িয়া গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে মুছা মোল্লা (৫২) কে ১৫ পুরিয়া এবং তার স্ত্রী রোকেয়া খাতুন (৪৫) কে ১০ পুরিয়া গাজা সহ আটক করা হয়। তাদের মধ্যে মুছাকে ৬ মাস এবং রোকেয়াকে ভ্রাম্যমান আাদলতের মাধ্যমে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। পুলিশের অপর অভিযানে দেবহাটা থানার গত ৩০-০৮-১৪ ইং তারিখের মাদকদ্রব্য আইনের ১৬ নং মামলার আসামী বহেরা গ্রামের মৃত আলহাজ্ব লাল মাহমুদের ছেলে সোহরাব বিশ্বাস (৬০) কে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জুয়া খেলার সময় শনিবার রাত সাড়ে ১০ টার দিকে বহেরা গ্রামের মৃত গোলাম আলীর ছেলে জনাব আলী (৬৫), একই গ্রামের আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে সাদেকুল কবির (৩৫), একই গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে আবুল কালাম (৩৪) এবং একই গ্রামের নওশের আলীর ছেলে মজিবর সরদার (৩২) আটক করা ছাড়াও ৫৪ ধারায় আশাশুনি উপজেলার শ্বেতপুর গ্রামের সাহাবুদ্দীন সরদারের ছেলে খায়রুল ইসলাম ফিরোজ (২৪) ও কালীগঞ্জ উপজেলার হোসেনপুর গ্রামের এলাহী বক্স মোড়লের ছেলে আলম (২৮) কে গ্রেফতার করা হয়। দেবহাটা থানার ওসি আশরাফ হোসেন জানান, অপরাধী, সন্ত্রাসী ও সমাজের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ নিমূল্যে সকল আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।



মন্তব্য চালু নেই