দেবহাটার শিক্ষক রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে পদাবলী কীর্তন অনুষ্ঠিত
দেবহাটা হাইস্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ ঘোষের বাড়িতে প্রতিবছরের ন্যায় মঙ্গলবার রাতব্যাপী পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয়েছে। রাতব্যাপী অনুষ্ঠিত পদাবলী কীর্তনে উপজেলার বিভিন্ন এলাকার সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষেরা সমবেত হন। রবীন্দ্রনাথ ঘোষ ও তার পরিবারের সদস্যরা প্রতিবছর পারিবারিকভাবে উক্ত অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।
এবছরও তারই ধারাবাহিকতায় অনুষ্ঠিত উক্ত পদাবলী কীর্তনে কীর্তন পরিবেশন করেন গায়ত্রী বিশ্বাস ও অন্যান্য দল। রবীন্দ্রনাথ ঘোষের বড় ছেলে কৃঞ্চপদ ঘোষ তাদের অনুষ্ঠানে আসার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
মন্তব্য চালু নেই