দূর্নীতি দমনে রাজনৈতিক অঙ্গীকার গুরুত্ত্বপূর্ণ

টিপু সুলতান (রবিন), সাভার প্রতিনিধি: দূর্নীতি দমনে রাজনৈতিক অঙ্গীকার গুরুত্ত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন দূর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ; এজন্য সাংসদদের প্রতি দূর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়ার আহবান জানান তিনি।

শুক্রবার সকালে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে দূর্নীতি বিরোধী সমাবেশ ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

দূদকের চেয়ারম্যান এসময় বাংলোদেশ এগিয়ে গেলেও দূর্নীতির কারণে কাঙ্খিত উন্নয়ন সম্ভব হচ্ছেনা বলে জানান। শুধু ছোট ছোট দূর্নীতিবাজই নয় দূর্নীতিগ্রস্ত কাউকেই ছাড় দেয়া হবে না বলে এসময় মন্তব্য করেন তিনি।

জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগীতায় আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে এসময় স্থানীয় সাংসদ ডা: এনামুর রহমান, দূদকের মহাপরিচালক ড: মোহাম্মদ শামসুল আরেফীনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী অংশ গ্রহন করেন।

এসময় দূর্নীতি বিরোধী রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি।
অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন।

সমাববেশে এসময় শিক্ষার্থীদের দূর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়।



মন্তব্য চালু নেই