দুলাভাইয়ের লাঠির আঘাতে শ্যালক নিহত
যশোর’র চৌগাছায় দুলাভাইয়ের লাঠির আঘাতে শ্যালক নিহত হয়েছে।
শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
নিহত মোনতাকির রহমান চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মহিদুল ইসলামের ছেলে ও উজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
এলাকাবাসী জানায়, দুপুরে মোনতাকির মা রেবেকা খাতুন ছেলেকে মাঠ থেকে ঘাস কেটে আনতে বলেন। কিন্তু মোনতাকির এতে অস্বীকৃতি জানানোয় দুলাভাই মনিরুল ইসলাম লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। এতে মোনতাকির গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।
পরে সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই