কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে মেসিকে

করফাঁকির মামলায় আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসিকে। বার্সেলোনার একটি আদালত এই আদেশ দিয়েছে। অবশ্য এই রায়ের বিরুদ্ধে আবেদন করতে পারবেন মেসি। সেজন্য হাতে পাঁচদিন সময় রয়েছে এমএলটেনের।
এর আগে বলা হয়েছিল মেসির বাবা জর্জ যেহেতু আর্জেন্টাইন অধিনায়কের সব আর্থিক কর্মকাণ্ড দেখাশুনা করেন সেহেতু মেসিকে সব ধরনের আইনি প্রক্রিয়া থেকে বিরত রাখা হোক। কিন্তু আদালতের যুক্তি- এই ধরনের অপরাধে কাউকে অপরাধ সম্পর্কে পুরো ওয়াকিবহাল থাকতে হয় না। বরং বিষয়টি সম্পর্কে একটু জানলে কিংবা কিভাবে সেই অপরাধ সংঘটিত হচ্ছে তা জ্ঞাত থাকলে সেটা দোষ বলে গন্য হয়।
প্রসঙ্গত, গেল বছরে মেসি ও তার বাবা জর্জের বিরুদ্ধে প্রায় ৪০ মিলিয়ন ইউরো করফাঁকির অভিযোগ ওঠে। বলা হয়- ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত ইমেজ রাইট ও কয়েকটি চুক্তি থেকে আয় করা অর্থ গোপন করেছেন আর্জেন্টাইন ফুটবলার। পরে সেজন্য জরিমানাসহ ওই নির্দিষ্ট পরিমান অর্থ স্পেনের করবিভাগকে পরিশোধ করেন ফুটবলের ক্ষুদে যাদুকর। কিন্তু তারপরও সেই সমস্যাটা চুকে যায়নি। আদালতের রায় তারই আলামত দিচ্ছে।



মন্তব্য চালু নেই