‘দুর্নীতির কারণে ৩ শতাংশ জিডিপি কমছে’

দুর্নীতির কারণে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ২ থেকে ৩ শতাংশ কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বুধবার রাজশাহীতে কর্মরত জেলা ও বিভাগীয় পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। মতবিনিময় সভার সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন।

অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান বলেন, ‘আমাদের দেশে সমাজ, সংসারের প্রতিটি অংশেই দুর্নীতির ঘুণ ধরেছে। এই দেশ আমার, আপনার, আমাদের। দেশ প্রাথমিক শিক্ষা, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে গেলেও দুর্নীতি জাতির কপালে কলঙ্কের চিহ্ন এঁকে দিচ্ছে। আমার মনে হয় শুধু ঘুষ নয়, পদ্ধতির কারণে দেশের প্রতিটি মানুষকে দুর্নীতির সংষ্পর্শে আসতে হচ্ছে। দুর্নীতির কারণেই দেশের জিডিপি ২ থেকে ৩ শতাংশ কম হচ্ছে। আজ দুর্নীতির কারণে দেশের সাধারণ মানুষ কোনো সরকারি অফিসকে বিশ্বাস করে না।’

তিনি আরো বলেন, ‘দেশে এই অবস্থা চলতে পারে না। চলতে দেওয়া উচিত ও হবে না। তাই আমি আপনাদের আহ্বান জানাই সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা নিন। এর মাধ্যমে স্বল্প সময়ে এবং স্বচ্ছতার সঙ্গে জনগণকে সরকারি সেবা প্রদানের মাধ্যমে আমরা আমাদের হারানো আস্থা অর্জন করতে পারব। এ সংস্কারে সরকার আমাদের সঙ্গে রয়েছে।’

পানাম পেপার্স কেলেঙ্কারি প্রসঙ্গে ইকবাল মাহমুদ বলেন, ‘পানামা পেপার্সে ফাঁস হওয়ায় যে সব তথ্য প্রকাশ পেয়েছে, তা দেখে বলা যায় প্রতিদিন প্রতিটি মুহূর্তেই মানি লন্ডারিং ও কর ফাঁকির ঘটনা ঘটেছে।’তিনি বলেন, ‘আমরা প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমনের কাজ শুরু করেছি। প্রথমেই আমরা শিক্ষা, স্বাস্থ্য ও আর্থিক প্রতিষ্ঠানে কাজ করব। এক্ষেত্রে আমরা অপরাধী ধরার চেয়ে পদ্ধতি সংস্কারে অধিকতর গুরুত্ব দেব। দুদককের অনুসন্ধান ও তদন্ত প্রক্রিয়া সংস্কার না করার জন্যই আইনি সময়সীমার মধ্যে কোন অনুসন্ধান বা তদন্ত সম্পন্ন হয়নি। ইতিমধ্যে অনুসন্ধান বা তদন্ত প্রক্রিয়ায় সাফল্য আসতে শুরু করেছে। আমার কাছে ১৫ দিনেই অনুসন্ধানের রিপোর্ট এসেছে। আমি সকলকে আশ্বস্ত করতে চাই, আমি নিজে কোনো দুর্নীতি করবো না, আমার কোন কর্মকর্তাকে দুর্নীতি করার সুযোগ দেব না।’



মন্তব্য চালু নেই