দুর্গাপুর প্রেসক্লাবে মতবিনিময় সভা
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবে বেসরকারী উন্নয়ন ও গবেষনা সংস্থা বারসিক‘র আয়োজনে প্রবীণ অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক প্রচারাভিযান প্রকল্পের দুর্গাপুর পৌরসভার নির্বাচিত সাংস্কৃতিক দলের দলনেতাগন ও ইউনিয়ন কার্যকরী কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে।
ইউনিয়ন কার্যকরী কমিটির সভাপতি অবসর সেনা সদস্য আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বারসিক জেলা সমন্বয়কারী ইছাক উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রুপান্তর নাট্যগোষ্ঠীর দলনেতা গোপাল দত্ত, বাউল আব্দুল মান্নান, আদিবাসী দলের দলনেতা সুজিত দ্রং, নাট্য ব্যাক্তিত্ব আবুল হোসেন, আনোয়ার হাসান প্রমুখ। বক্তারা বলেন, নেত্রকোনা জেলায় ইউরোপিয়ন ইউনিয়নের অর্থায়নে ও হেল্পএইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহায়তায় ৩উপজেলার ৬টি ইউনিয়নে প্রবীণ অধিকার সুরক্ষায় সাংস্কৃতিক প্রচারাভিযান বিষয়ে যে কাজ করা হয়েছে তার জন্য আমরা ইউরোপিয়ন ইউনিয়ন ও হেল্পএইজ ইন্টারন্যাশনাল বাংলাদেশকে ধন্যবাদ জানাই। এত অল্প সময়ে কোন কিছুই পরিবর্তন করা সম্ভব নয়, তবুও যেটুকু হয়েছে তা ধরে রাখার জন্য আমাদেরই কাজ করতে হবে। পাশাপাশি দাতা সংস্থাকে অত্র এলাকায় এ ধরনের কাজ অব্যাহত রাখার জন্য অনুরোধ জানানো হয়। পরিশেষে জেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার জন্য দলনেতা গন নিয়মিত মহড়া, তাঁদের পরিবেশিত নাটক ও গানে প্রবীণদের অংশ গ্রহন বাড়ানোর সিদ্ধান্ত হয়।
মন্তব্য চালু নেই