দুর্গাপুরে সাবেক এমপি জালাল উদ্দিন তালুকদার হত্যার বিচারের দাবীতে মানববন্ধন
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য, নেত্রকোনা-১ আসন থেকে তিন বারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি জননেতা মরহুম জালাল উদ্দিন তালুকদার হত্যার বিচারের দাবীতে দিনব্যাপী বিভিন্ন কর্মসুচী পালন করেছে রবিবার।
জালাল তালুকদার হত্যার প্রতিবাদ পরিষদ আয়োজিত দিনব্যপি কর্মসুচীর মধ্যে মরহুমের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পন, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বাদ আছর কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া অনামিকা সিনেমা হল অডিটরিয়ামে মরহুমের পুত্র শাহ্ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল এর সভাপতিত্বে মরহুমের জীবনীর উপর আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক লিয়াকত আলী, ডাঃ আঃ হান্নান, চাঁন মিয়া মেম্বার, এ বি সাত্তার, মোঃ আনোয়ার হোসেন বুলবুল, সুজন উপজেলা সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, উত্তর ময়মনসিংহের সিংহ পুরুষ এমপি জালাল উদ্দিন তালুকদারকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে, আমরা প্রকৃত দোষীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনতে সরকারের সু-দৃষ্টি কামনা করছি। উল্লেখ্য, ২০১২ সালের ২৫সেপ্টেম্বর নিজ বাসভবনের শয়নকক্ষে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছিলেন সাবেক এমপি জালাল উদ্দিন তালুকদার।
মন্তব্য চালু নেই