দুর্গাপুরে শ্যামাপূজায় সাংস্কৃতিক সন্ধ্যা
দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা : নেত্রকোনার দুর্গাপুর পৌরসভা‘র উকিলপাড়ায় ঐতিহ্যবাহী তরুন ক্লাবের শুভ দীপাবলী ও শ্যামাপূজার ৬৬তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার ও প্রসাদ বিতরণ করা হয় সোমবার রাতে।
শুভ দীপাবলী ও শ্যামাপূজা উপলক্ষে উকিলপাড়া বিএনএস প্লাজা‘য় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলার উল্লেখযোগ্য সাংস্কৃতিক দলের নবীন-প্রবীণ শিল্পীগন শ্যামা সঙ্গীতের মাধ্যমে আসর মাতিয়ে তোলেন।
সঙ্গীতানুষ্ঠান শেষে অংশগ্রহনকারী শিল্পীদের তরুন ক্লাবে‘র পক্ষ থেকে পুরস্কৃত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র শুভেন্দু সরকার পিন্টু, অফিসার ইন-চার্জ খাঁন হুমায়ুন কবির, সুজন সভাপতি অজয় সাহা, সুসং সাংস্কৃতিক সংঘের সভাপতি মোঃ আলী আজগর, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, তরুন ক্লাব শ্যামা পূজা কমিটির সভাপতি ধ্রুব সরকার, সাধারণ সম্পাদক নিমাই ঘোষ, সাংবাদিক নিতাই সরকার, ধনেশ পত্রনবীশ প্রমূখ।
সমাপনি আলোচনায় বক্তারা বলেন, ‘‘ধর্ম যার যার, উৎসব সবার’’ বাঙ্গারী ঐতিহ্য রক্ষায় সংস্কৃতি চর্চার কোন বিকল্প নাই, দলমত নির্বিশেষে সকলকে সংস্কৃতি চর্চার আহবান জানান।
মন্তব্য চালু নেই