দুর্গাপুরে শেখ রাসেল ডিজিটাল ল্যাব বিষয়ক মতবিনিময় সভা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার “শেখ রাসেল ডিজিটাল ল্যাব” সমূহের সুষ্ঠু ব্যবহার, নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ বিষয়ক “মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শাহ্ মোঃ কামাল পারভেজ এর সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান। বিশেষ অতিথি ছিলেন ডেফোডিল বিশ^বিদ্যালয়ের উপাচার্য ইউসুফ মাহবুবুল আলম, বিশ^বিদ্যালয় শিক্ষক ড. মোঃ কামরুল হোসেন, অফিসার ইনজার্চ সুসং সরকারী মহাবিদ্যালয় ড. ভবানী সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আসাদ, পারভীন আক্তার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক তোবারক হোসেন খোকন, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন প্রমুখ।

বক্তারা সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্প এর আওতায় স্থাপিত “শেখ রাসেল ডিজিটাল ল্যাব” সমূহের সুষ্ঠু ব্যবহার, নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ, ডিজিটাল বাংলাদেশে কম্পিউটারের ব্যবহার সহজ থেকে সহজতর করার জন্য কার্যকরী পদক্ষেপ সকলকে এগিয়ে আসার আহবান জানান।



মন্তব্য চালু নেই