দুর্গাপুরে রানীখং উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে শুক্রবার সৌন্দর্যের লীলা নিকেতন, গাড়ো পাহাড়ের পাদদেশে সীমান্তবর্তি কুল্লাগড়া ইউনিয়নে রানীখং উচ্চ বিদ্যালয়ের ৫০বছর পূর্তি ও পূনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে স্কুলের আয়োজনে দিন ব্যাপী সুবর্ন জয়ন্তি ও পূনর্মিলনী উৎসবে ‘‘শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেড়িয়ে যাও’’ এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ ধর্মপ্রদেশ এর সিএসসি ধর্মপাল বিশপ পনেন পল কুবি এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, কুল্লাগড়া ইউপি চেয়ারম্যান সুব্রত সাংমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ্ মোঃ কামাল পারভেজ, উপজেলা একাডেমীক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন, উৎসব কমিটির সমন্বয়কারী ফাদার সিমন হাচ্ছা, ফাদার যোসেফ, এসএমসি সভাপতি ফাদার প্লিনসন মানখিন, প্রধান শিক্ষক সিষ্টার মেরী লিওবা, এডভোকেট আব্দুল গনি প্রমুখ। আলোচনা শেষে সম্মাননা প্রদান ও স্কুলের ছাত্র-ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।



মন্তব্য চালু নেই