দুর্গাপুরে ফলদ বৃক্ষ মেলা
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ৩দিনব্যাপি ফলদ ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয় রবিবার।
এ উপলক্ষে এক বর্নাঢ্য র্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে মিলিত হয়। পরবর্তিতে বৃক্ষ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন। উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ‘‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশী খাঁন’’ এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোঃ এমদাদুল হক খাঁন, মেলার তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওমর ফারুক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলা উদ্দিন আল আজাদ, প্রবীণ রাজনীতিবীদ দূর্গা প্রসাদ তেওয়ারী, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ্ হক প্রমুখ। বক্তারা বলেন, দেশের সার্বিক চাহিদায় বৃক্ষ রোপনের কোন বিকল্প নাই। বাড়ীর আসপাশের খালি জায়গায় আসুন আমরা অন্তত ১টি করে গাছ লাগাই।
মন্তব্য চালু নেই