দুর্গাপুরে প্রবীণ সেবায় সাংস্কৃতিক কর্মীদের অঙ্গীকার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলা শিল্পকলা একাডেমী হলরুমে স্থানীয় শিল্পী ও অবিভাবকদের নিয়ে প্রবীণ অধিকার সুরক্ষা ও মানব উন্নয়নে নিজ সক্ষমতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার।

উপজেলা শিল্পকলা একাডেমীর সিনিয়র শিক্ষক, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব বাবু বিরেশ্বর চক্রবর্তীর সভাপতিত্বে প্রবীণ অধিকার সুরক্ষা নিয়ে আলোচনা করেন বারসিক কর্মকর্তা তোবারক হোসেন খোকন, গুজিরকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসন্তী রানী সাহা, সহকারী শিক্ষক দীপা রায়, সঙ্গীত শিক্ষক সুরুজ আলী প্রমুখ। বক্তারা বলেন, আমাদের সমাজে প্রবীণ জনগোষ্ঠী বিভিন্ন ভাবে অবহেলিত হচ্ছেন। তাঁদের সুরক্ষা নিয়ে আমাদেরই এগিয়ে আসতে হবে, আমাদেরই ভাবতে হবে তাঁদের অধিকার নিয়ে।

উল্লেখ্য: মানব উন্নয়নে বাল্য বিবাহ ও মানব পাচার বিষয়ে নিজ সক্ষমতা কিভাবে কাজ করতে পারে সে বিষয়ে আলোচনা শেষে উপস্থিত সকলের হাতে প্রবীণ বান্ধব বিভিন্ন ষ্টিকার বিতরণ করা হয়। এতে সকলেই পিতা মাতার ভরণ-পোষন আইন ও প্রবীণ নীতিমালা সম্পর্কে বুঝতে পারেন এবং অঙ্গীকার করেন, আজ থেকে নিজ পরিবারে প্রবীণ সেবায় নিজেদের নিয়োজিত রাখবেন।



মন্তব্য চালু নেই