দুর্গাপুরে পতাকা বৈঠকে ভারতীয় নাগরিককে ফেরত
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা জেলার দুর্গাপুরে মঙ্গলবার বিকেলে বাংলাদেশের জেল থেকে মুক্তি পাওয়া সুভাষ চন্দ্র বর্মনকে ভারতের মেঘালয় রাজ্যে ফেরত পাঠালো দুর্গাপুর থানা পুলিশ।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ বলেন, বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র আইনে আটক মেঘালয় রাজ্যোর সাউথ গারো হিলের বাঘমারা থানার বশিলগিরি গ্রামের চন্দ্র লাল বর্মনের পুত্র সুভাষ চন্দ্র বর্মন (৩৫) গত ২০০৫ সালে অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র আইনে আটক করে কারাগারে পাঠানো হয়।
নেত্রকোনার জেল থেকে সাজা শেষ হয় ২০১৪ সালে। ৩০হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬মাস কারা ভোগেরপর মঙ্গলবার সুভাষ চন্দ্র বর্মন মুক্তি পায়। দুর্গাপুর থানার ওসি খাঁন হুমায়ুন কবির বলেন, তিনি বিজিবি ও বিএসএফ‘র সহযোগিতায় বিজয়পুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে বাঘমারা থানার ওসি জি আর বুরো‘র নিকট তাকে হস্তান্তর করা হয়।
মন্তব্য চালু নেই