দুর্গাপুরে নবান্ন উৎসব পালন
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ১লা অগ্রহায়ন ১৪২৩ বঙ্গাব্দ নবান্ন উৎসব উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসন এর আয়োজনে বাংলার আবহমান কৃষিজ ও সংস্কৃতিকে শহুরে এ প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে উপজেলার প্রান্তিক কৃষক এলাকা ভারত বাংলাদেশ সিমান্তে কুল-াগড়া ইউনিয়নের পশ্চিম বিজয়পুর গ্রামে নবান্ন উৎসব সম্পন্ন হয়েছে মঙ্গলবার বিকেলে।
অনুষ্ঠানের শুরুত উপজেলা প্রশাসনের সকল দফতরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, সুধীজন ও কৃষকদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র্যালী প্রদক্ষিন শেষে সকল অতিথিবৃন্দ নবান্ন উৎসবের অংশ হিসেবে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে পশ্চিম বিজয়পুর গ্রামের কৃষক নিকোলাস ম্রং এর ধান ক্ষেতের পাকা ধান কাটার মধ্য দিয়ে উদ্বোধন করেন।
ধান কাটা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খাঁন, বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, অন্যান্যর মধ্যে আলোচনা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল¬াহ হক, প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ মোহন মিয়া, সাংবাদিক ধ্রুব সরকার, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ সোহরাব হোসেন তালুকদার, পল্ল¬ী বিদ্যুতের ডিজিএম মোঃ মকবুল হোসেন, ইউপি চেয়ারম্যান সুব্রত সাংমা, বিজয়পুর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ মোশারফ হোসেন প্রমুখ। আলোচনা শেষে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি ও উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
মন্তব্য চালু নেই